| ব্যাপন ডেস্ক |

Binder1_page74_image743

‘ডিআরএমসি-স্কয়ার ৮ম জাতীয় বিজ্ঞান উৎসব ২০১৫’

ভেন্যুঃ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মুহাম্মাদপুর, ঢাকা

রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে গত ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে গেল ডিআরএমসি-স্কয়ার ৮ম জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৫। মেলাতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অসংখ্য ছাত্র ছাত্রী Project Display, IQ Test, Rubik’s Cube, Programming Contest, Science Fiction Story Writing, Math Olympiad সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ব্যাপন ম্যাগাজিনের পক্ষ থেকেও প্রোজেক্ট প্রদর্শনী প্রাঙ্গনে একটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়। উক্ত প্যাভিলিয়নে ম্যাগাজিন প্রদর্শনী, বিজ্ঞান ম্যাজিক, ডেইলি কুইজ, নভোচারীর স্বাদ, র‍্যাফেল ড্রসহ আকর্ষণীয় কয়েকটি ইভেন্টের আয়োজন করা হয়। মেলার পুরোটা সময় ব্যাপনের প্যাভিলিয়ন বিজ্ঞানপ্রেমী ছাত্র-ছাত্রী, শিক্ষক আর অভিভাবকের পদচারণায় মুখরিত ছিল। ম্যাগাজিনের পক্ষ থেকে র‍্যাফেল ড্রতে বিজয়ী ১ম, ২য় ও ৩য় তিন জনকে যথাক্রমে ২০০০, ১৫০০, ১০০০ টাকার সমপরিমাণ বই ও ব্যাপন টি-শার্ট পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও তাদেরকে আগামী ৬ মাসের ম্যাগাজিন বিনামূল্যে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী ৭ জনকে বই ও ব্যাপন টি-শার্ট দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন ডেইলি কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ৫ জনকে একটি টি-শার্ট দেওয়া হয়।