| সোলায়মান খান |

যুক্তিভিত্তিক

০১। ০এর মান কত ?

ক) ০                 খ) অসীম                   গ) ১             ঘ) অনির্ণেয়

০২। এক ব্যক্তি তার গণিতবিদ বন্ধুর কাছে তার সন্তানের সংখ্যা ও বয়স জিজ্ঞাসা করল।  গণিতবিদ উত্তর দিল, আমার তিন সন্তানের বয়সের গুনফল ৩৬। বন্ধুটি তার কাছে আরেকটি ইঙ্গিত চাইল। গণিতবিদ উত্তর দিল, যদি আমি তোমাকে তাদের বয়সের যোগফল বলে দেই তবুও তুমি তাদের বয়স বের করতে পারবে না।  বন্ধুটি তার কাছে আরেকটি ইঙ্গিত চাইল। গণিতবিদ বলল, আমার বড় সন্তানটি ভাল কবিতা আবৃত্তি করতে পারে। এবার বন্ধুটি তার সন্তানদের বয়স বের করে ফেলল। তাদের বয়স কত ছিল?

ক) ১, ৪, ৯            খ) ১, ৬, ৬,                   গ) ২, ২, ৯        ঘ) ২, ৩, ৬

০৩। দুষ্ট ছেলেদের একটি দল এক জুসের দোকানে প্রবেশ করল। প্রথম জন দোকানদার কে বলল, আমাকে ১/২ বোতল জুস দিন, দ্বিতীয় জন বলল, আমাকে ১/৪ বোতল জুস দিন, তৃতীয় জন বলল, আমাকে ১/৮ বোতল জুস দিন। এভাবে প্রত্যেক ছেলে তার আগের জনের অর্ধেক করে জুস চাইল। যদি দুষ্ট ছেলেদের সংখ্যা অসীম হয়, তাহলে সবাইকে জুস দিতে দোকানদারের কত বোতল জুস লাগবে?

ক) ১                  খ)   অসীম,                 গ) ১০৯৯                        ঘ) অনির্নেয়

গানিতিক ও ভিজ্যুয়াল

০১।

Binder1_page74_image578

ক) ১৪৩৫৪৭

খ) ১৪৩৫১৪

গ)৩৫১৪১৪

ঘ)১৪৩৫৪১

০২।  নিচের চিত্রের প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ ১ একক, ত্রিভুজের এক বাহুস্থিত পাশাপাশি দুটি বৃত্তের মধ্যবর্তি দূরত্ব তাদের ব্যাসের দ্বিগুন হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজের কৌণিক বিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত।

Binder1_page74_image589

ক) ১৫.৬ একক

খ) ৬২.৬ একক

গ) ১৪০.৩ একক

ঘ) কোনটিই নয়।

০৩। নিচের চিত্রের প্রত্যেকটি ক্ষেত্র একেকটি জমি নির্দেশ করে। সবচেয়ে ছোট জমির ক্ষেত্রফল কত?

Binder1_page74_image590

ক) ১০ একক

খ) ৬ একক

গ) ৫ একক

ঘ) ৪ একক।