| সোলায়মান খান |

পরীক্ষার রেজাল্টের পর-

মা : রনি, তুমি কি পাইছো?

রনি : মা, আমি কার্বন টেট্রা ফ্লোরাইড (CF4) পেয়েছি।

মা : মানে?

রনি : পাঁচ বিষয়ের মধ্যে একটিতে C বাকি চারটাতে F পেয়েছি।

বায়োলজিতে গুন আর ভাগ একই কথা

বায়োলজি হল এমন একটা সাবজেক্ট, যাতে গুণ আর ভাগ একই জিনিস। কারণ একটা কোষকে যতবার ভাগ করা হয়, কোষের সংখ্যা তত গুণ হয়।

মহাকাশে কবিতা

মহাকাশের সৌন্দর্য নিয়ে কবিতা লেখার প্রতিযোগিতা আহবান করা হয়েছে। সব কবিকে নিয়ে যাওয়া হবে মহাশূন্যে। সব দেশের কবিরা গেল। বাংলাদেশেরও একজন কবি ছিল। তারা মহাশূন্যে গেল কিন্তু কেউ কবিতা লিখতে পারল না। কারণ সবাই নিয়ে গেছে বল পয়েন্ট। তবে বাংলাদেশী কবি পুরস্কার পেয়ে গেল কারণ সে বুদ্ধি করে নিয়ে গিয়েছিল পেন্সিল।

মস্তিÍষ্ক প্রতিস্থাপন

একজন মাথাব্যথার রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তার সব রিপোর্ট দেখে বলল, আপনার জন্য একটি খারাপ খবর আর একটি ভালো খবর আছে। খারাপ খবরটি হল আপনার মস্তিষ্কে এমন রোগ হয়েছে যার চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। এর ফলে অল্প কিছুদিনের মধ্যে আপনি চিকিৎসাবিহীন মারা যাবেন। আর ভালো খবরটি হল আমাদের হাসপাতালে মস্তিষ্ক প্রতিস্থাপনের ব্যবস্থা আছে। আজ সকালে সড়ক দুর্ঘটনার ফলে আমাদের কাছে এখন দুটি ভালো মস্তিষ্ক আছে। একটি একজন বিজ্ঞানীর, যার দাম দুই হাজার টাকা। আরেকটি তার গাড়ির ড্রাইভারের, যার দাম দুই লক্ষ টাকা। রোগী জানতে চাইল, বিজ্ঞানীর মস্তিষ্কের দাম কম কেন? ডাক্তার উত্তর দিল, কারণ ওটাতো ইতোমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে।