।আহমেদ ফরহাদ।

সুপ্রিয় ব্যাপন বন্ধুরা কেমন আছ?

আশা করি ভালো আছো। আজ তোমাদেরকে বলবো, অবলোহিত আলো দেখার উপায় নিয়ে। তোমরা সবাই জানো অবলোহিত আলো আমরা খালি চোখে দেখতে পাই না। তার কারণও নিশ্চয় জানো! তা হলো আমাদের চোখ শুধু দৃশ্যমান আলোর প্রতি সংবেদনশীল।

দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য ৪০০-৭০০ ন্যানোমিটার এবং অবলোহিত আলোর তরঙ্গদৈর্ঘ্য ৭০০-১০০০ ন্যানোমিটার। একারণেই আমরা অবলোহিত আলো বা ইনফ্রারেড রে খালি চোখে দেখতে পাই না। দৃশ্যমান আলোক রশ্মি হচ্ছে রঙধনুর সাতটি রঙের সমষ্টি।

বন্ধুরা, তোমরা এ ও জানো যে অবলোহিত রশ্মি বর্তমানে মোবাইল ফোন, টিভি এবং যাবতীয় রিমোট কন্ট্রোল যন্ত্রে ব্যবহৃত হচ্ছে। এবং বর্তমানে অবলোহিতের ব্যবহার আধুনিক চিকিৎসা ক্ষেত্রেও হচ্ছে। তো-বন্ধুরা আজ জেনে নিই অবলোহিত আলো দেখার উপায়।

তোমরা প্রতিদিন অবসর সময়ে বাসায় বসে টিভি দেখতে পছন্দ করো, তো কখনো ভেবেছো তোমার হাতের রিমোটেও অবলোহিতের ব্যবহার রয়েছে। অবলোহিতের ব্যবহার দেখতে তোমাদের যা করোতে হবে- প্রথমত, তোমার হাতের মোবাইল ফোন এর ক্যামেরাটা অন করতে হবে।

এরপর তোমার বাসার টিভির রিমোটটা ক্যামেরার নিচে ধরো, তারপর রিমোটের যেকোনো একটা বাটনে ক্লিক করো। কি উপলব্ধি করছো? দেখবে তোমার মোবাইলের স্ক্রিনে অবলোহিত আলো দেখা যাচ্ছে। যা তোমার চোখ দেখতে সক্ষম নয়, তা তোমার মোবাইলের ক্যামেরা দেখতে সক্ষম।

তোমরা চাইলে এ পদ্ধতি অবলম্বন করে অবলোহিত আলোর উপস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে। আমরা আশা করি অবলোহিত আলোর ব্যবহার আমাদেরকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।

আজ তবে এ পর্যন্তই, ভালো থেকো ব্যাপন প্রিয় বন্ধুরা।

মার্চ-এপ্রিল ২০১৯। বর্ষ ৪। সংখ্যা ৬

মস্তিষ্ক দখল

মহাবিশ্বের স্ফীতি

মাটির ভুবনে

তোমাদের প্রশ্ন আমাদের উত্তর

কোয়ান্টাম ফ্লাকচুয়েশন

সহজে মিলাও সুডোকু

ফোটোনিক্স ও গবেষণা

মস্তিষ্ক দখল

ইভিএম কীভাবে কাজ করে?

পৃথিবীর বিপদ যত!

ইউরেনিয়াম: অবিশ্বাস্য শক্তির ভ্রুণ

একটি গ্রহ ও দুটি নিঃসঙ্গ কোটর

মহাশূন্যে বসবাস

চিনে রাখি অসুখগুলি

শুন্যে আমি

চুম্বকত্বের আদ্যপান্ত

অগ্রগতির যুগে চিকিৎসা বিজ্ঞান

মস্তিষ্ক দখল

অনুভূতির রহস্যে!

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

কার্বন ডেটিংয়ের জাদু

চিনে রাখি অসুখগুলি

মস্তিষ্ক দখল

পরমাণু থেকে কণার জগতে

সিন্ধুতীরের মুক্তার কথা

ধূমকেতুর গল্প