সাক্ষাৎকার
কায়সার
১ মার্চ ২০১৯৫ মিনিট
দেশের গণ্ডি পেরিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতা পাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। অনেক শিক্ষার্থী আবার আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের। নবম ইউনিভার্সিটি ফিজিকস কমপিটিশনে রৌপ্যপদক জিতেছে বাংলাদেশের দুটি দল। যার একটি হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি টিম ৪১৩)।বন্ধুত্বের ভালোবাসা, আন্তরিকতা আর ফিজিক্সের নানা কারিকুরি নিয়ে আগ্রহ আর শেখার উদ্দীপনায় একসাথে পথচলা। নানা খুনসুঁটির মাঝেও নিজেদের পড়াশোনা ঠিকই কিন্তু চালিয়ে নিচ্ছে, নানা প্রতিযোগিতায় জিতছে পদক। হ্যাঁ, বলছিলাম শাবিপ্রবি দলটির সদস্য, পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, তিন বন্ধু মোহাম্মদ আবরার নাফি, নওশের জাহান ও ওলিউর রহমান সম্পর্কে।ক্যাম্পাসে ঘুরতে গিয়ে টিম ৪১৩ এর অন্যতম সদস্য মোহাম্মদ আবরার নাফির সাথে দেখা হয়ে যায় ব্যাপন প্রতিনিধি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) কায়সারের সাথে। পাঠক বন্ধুদের অনুপ্রাণিত করতে সাক্ষাৎকারের চুম্বক অংশ এবারের সংখ্যায় তুলে ধরা হলো-
ব্যাপন: কেমন আছো নাফি?
নাফি: আলহামদুলিল্লাহ ভালো। ব্যাপনে সাক্ষাৎকার দিচ্ছি- অন্যরকম এক অনুভূতি কাজ করছে নিজের মাঝে।