ড. মোঃ শামসুল আরিফিন জিলানী

ড. মোঃ শামসুল আরিফিন জিলানী

অধ্যাপক, এ এন্ড এম ইউনিভার্সিটি, কাতার

সম্পাদক

ড. মুহাম্মদ শামসুল আরিফিন জিলানী ১৯৯৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং ২০০২ সালে স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে ২০০৭ সালে কানাডার অন্টারিওর ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি প্রভাষক হিসেবে ইউনিভার্সিটি অফ মালায়া এবং অধ্যাপক হিসেবে ইউনিভার্সিটি অফ হেইলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ২০১৯ সালে টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি, কাতারের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সহকারি অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।

তার গবেষণা মূলত অডিটরি সিস্টেমের সিগন্যাল প্রসেসিং নিয়ে, যেখানে তিনি একটি সামগ্রিক পদ্ধতি প্রয়োগ করেন যা কম্পিউটেশনাল মডেলিং, শারীরবৃত্তীয় রেকর্ডিং, এবং সাইকোফিজিক্যাল অধ্যায়ন অন্তর্ভুক্ত করে। ড. জিলানী অডিটরি নার্ভের প্রতিক্রিয়ার জন্য একটি কম্পিউটেশনাল মডেল তৈরি করেছেন, যা অডিটরি পেরিফেরির যান্ত্রিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো বুঝতে সাহায্য করে। এই মডেলটি অডিটরি নিউরোসায়েন্সের শীর্ষস্থানীয় গবেষণাগারগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।  ড. জিলানীর ২৭টি পিয়ার-রিভিউ জার্নাল প্রকাশনা এবং ৪০টিরও বেশি সম্মেলন ও উপস্থাপনা রয়েছে। ইউনিভার্সিটি অফ মালায়ায় কাজ করার সময় তিনি ৯ জন শিক্ষার্থীকে ইঞ্জিনিয়ারিং বিষয়ের এম.এস/এম.এসসি ডিগ্রি সম্পন্ন করতে তত্ত্বাবধান করেছেন।

বর্তমানে তিনি টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি, কাতারের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামের ABET এবং কারিকুলাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. জিলানী পরবর্তী প্রজন্মের প্রকৌশলী ও গবেষকদের দক্ষতাবৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ এবং একজন পরামর্শদাতা ও শিক্ষাবিদ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের Institution of Engineering and Technology (IET)-এর চার্টার্ড ইঞ্জিনিয়ার এবং Association for Research in Otolaryngology (ARO) ও American Society for Engineering Education (ASEE)-এর সদস্য।