ব্যাপন পাঠক মেলা

বিজ্ঞানের উৎকর্ষ  সাধন ছাড়া কোন ব্যক্তি উন্নত হতে পারে না। তাই বিজ্ঞান শিক্ষাকে সহজতরভাবে উপস্থাপন ও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করে বিজ্ঞান সাময়িকী 'ব্যাপন। বিজ্ঞান ম্যাগাজিনটি যাত্রা শুরু থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। বিজ্ঞান শিক্ষাকে সবার বিস্তৃতকরণ ও ব্যাপন পাঠকদের সরাসরি সম্পৃক্ত করণের লক্ষ্যে এবার আমাদের আয়োজন -"ব্যাপন পাঠক মেলা"।

স্লোগানঃ বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক
আদর্শঃ বিজ্ঞান, চিন্তা, গবেষণা, অনুশীলন, অধ্যয়ন, একতা, সততা ও দেশপ্রেম।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাদেরকে বিজ্ঞানে পারদর্শী করে গড়ে তোলা।
২। দৈনন্দিন চিন্তা-ভাবনা ও কার্যক্রমে শিক্ষার্থীদেরকে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে অভ্যস্থ করে তোলা।
৩ । বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কর্মসূচী বাস্তবায়ন ও তাতে আগ্রহীদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া।
৪। বিজ্ঞান শিক্ষা প্রসারের মাধ্যমে বিজ্ঞান সম্পর্কিত যাবতীয় ভূল ধারণা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক সমাজ পরিগঠনে অবদান রাখা।

ব্যাপন পাঠক মেলার সদস্যদের সুবিধাসমূহঃ

১। রেজিস্ট্রেশন ফরম পূরণ করলেই পাচ্ছো আকর্ষণীয় একটি ব্যাপন টি-শার্ট ফ্রি।
২। প্রত্যেক নতুন সদস্যদের জন্য সর্বশেষ/ চলতি ব্যাপন সংখ্যাটি একদম ফ্রি।
৩। পাঠক মেলার বন্ধুদের জন্য প্রতিটি ব্যাপনে পাচ্ছো ১০.০০ (দশ) টাকা মূল্য ছাড়!
৪। ব্যক্তিগত উদ্যোগে পাঠক মেলার নতুন সদস্য বৃদ্ধি করলেই উপহার হিসেবে তুমি পাবে একটি ব্যাপন ফ্রি।
৫। প্রতিটি ব্যাপন সংখ্যার উপর আয়োজিত কুইজে অংশগ্রহণ করে পুরস্কার হিসেবেজিতে নাও নতুন ব্যাপন সংখ্যাটি।(শর্ত প্রযোজ্য)

ব্যাপন পাঠক মেলার সদস্য হওয়ার শর্তাবলীঃ

১। ব্যাপন ম্যাগাজিনের নিয়মিত পাঠক হতেহবে।
২। পাঠক মেলার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া বাঞ্ছনীয়।
৩ । পাঠক মেলা কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
৪ । শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশনপূর্বক পাঠক মেলারসদস্যপদ গ্রহণ করতে হবে।
৫ । বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। কিছু শর্ত সাপেক্ষে অন্য বিভাগের শিক্ষার্থীদেরকেসদস্য হওয়ার সুযোগ দেওয়া হবে ।

পাঠকমেলার কর্মসূচীসমূহঃ

- ব্যাপন পাঠ প্রতিযোগিতা
- বিজ্ঞান প্রজেক্ট এবং আইডিয়া কম্পিটিশন
- বিজ্ঞানী পরিচিতি
- বিজ্ঞান বই/ সায়েন্স ফিকশন পাঠচক্র
- কুইজ প্রতিযোগিতা
- বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা
- বিজ্ঞান লেখক কর্মশালা
- বিজ্ঞান দেয়াল পত্রিকা প্রকাশ
- বিজ্ঞান এক্সপেরিমেন্ট
- সায়েন্টিফিক মুভি/ডকুমেন্টারি শো
- বিজ্ঞান অলিম্পিয়াড
- বিজ্ঞান দিবস পালন
- বিজ্ঞান প্রতিষ্ঠান ভ্রমণ
- ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
- সামাজিক সচেতনতামূলক কর্মশালা
- পাঠক মেলার সেরা এক্টিভিস্ট নির্বাচন