ইতিহাস

ভুল থেকে আবিষ্কার

ইমরান হোসাইন

৮ মে ২০২৩
Time Icon  

 ৩ মিনিট

ভুল করার মাধ্যমে মানুষ অনেক সময় শিক্ষা গ্রহণ করে। ভুল হওয়ার মাধ্যমে নতুন তথ্যও কিছু ক্ষেত্রে জানা যায়। যেমন : আমরা থমাস আলভা এডিসনের কথা জানি। তিনি কিসের জনক তোমরা নিশ্চয়ই জানো? তিনি অনেক কিছুরই জনক। তার মাধ্যে একটি হচ্ছে বৈদ্যুতিক বালব। কিন্তু তিনি রাতারাতিই এটি তৈরি করতে পারেননি। বাল্বের ফিলামেন্ট তৈরির সময় হাজারবার ব্যর্থ হন। কিন্তু তার ভাষায় এটি ব্যর্থতা নয়, বরং হাজারটি শিক্ষা। কিন্তু তাই বলে একটি ভুল থেকেই যে বড় কোনো আবিষ্কার হয়ে যায়– যা আমাদের জন্য অনেক কল্যাণকর, এমন কোনো কিছু কি কখনো ভেবে দেখেছো তোমরা ? আজ এমনই একটি মজার ঘটনা বলব যেখানে ভুল থেকেই আবিষ্কৃত হয়েছে দারুণ কিছু।


পেনেসিলিন। চিকিৎসা বিজ্ঞানে একটি অসামান্য আবিষ্কার। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অ্যন্টিবায়োটিক এটি– যা ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। কিন্তু এই ওষুধটির আবিষ্কার হয়েছে একটি ভুল করা থেকে কিংবা ভুল হওয়া থেকে। ১৯২১ সালের কথা। ইংল্যান্ডের সেন্ট মেরিজ মেডিকেল স্কুলের ল্যাবরেটরিতে কাজ করছিলেন এক বিজ্ঞানী। তোমরা নিশ্চয়ই জানো সেই বিজ্ঞানীটির নাম। তার নাম হচ্ছে অ্যালেকজান্ডার ফ্লেমিং। জীবাণু কালচার নিয়ে তিনি তার পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তীব্র একটি হাঁচি এলো।

২ বছর

শেয়ার করুন

কপি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

লগইন রেজিষ্টার