মাইনাস × মাইনাস = প্লাস হয় কেন ??

ব্যাপন ডেস্ক
১০১ ভিউ

মাইনাস × মাইনাস = প্লাস হয় কেন ?? (নাম: এম এন জামান রনি, শ্রেণি: দশম, বীরগন্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগন্জ , দিনাজপুর)

উত্তর

এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমে একটু রূপকভাবে চিন্তা করি। মনে করো প্লাস মানে বন্ধু, আর মাইনাস মানে শত্রু। তাহলে প্লাসকে প্লাস দিয়ে গুণ মানে বন্ধুর বন্ধু। বন্ধুর বন্ধু নিজেরও বন্ধু হবে। তাই প্লাস আর প্লাসে প্লাস। প্লাসকে মাইনাস দিয়ে গুণ মানে বন্ধুর শত্রু। মানে নিজেরও শত্রু। তার মানে মাইনাস। একইভাবে মাইনাস আর প্লাস মানে শত্রুর বন্ধু, যার মানে নিজের শত্রু বা মাইনাস। এবার মাইনাস মাইনাস মানে শত্রুর শত্রু। শত্রুর শত্রু এক অর্থে নিজের বন্ধু, তাই না?

এবার আরেকটু সিরিয়াসভাবে দেখি। মনে করো প্লাস মানে আমরা সামনের দিকে যাচ্ছি। আর মাইনাস মানে পেছনের দিকে ঘুরে যাচ্ছি। তাহলে দুইবার মাইনাস মানে দুইবার পেছনে ঘুরে গেলাম। যেমন ধরো তুমি উত্তর দিকে যাচ্ছো। একবার উল্টো ঘুরলে তুমি যাবে দক্ষিণ দিকে। আবার ঘুরলে আগের মতো উত্তর হয়ে যাবে। তার মানে দুইবার মাইনাস করা মানে আগের মতো হয়ে যাওয়া। আসলে মাইনাস দিয়ে গুণ করা মানে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। রাস্তায় গাড়ির ইউটার্ন নেওয়ার মতো আর কি। তাহলে, দুইবার ইউটার্ন নেওয়া মানে আবার আগের দিকে যাওয়া, তাই না?

সম্পর্কিত প্রশ্ন