স্বাস্থ্য

তুমি কি সুস্থ?

আবদুল্লাহ মামুন

৫ এপ্রিল ২০১৫
Time Icon  

 ৪ মিনিট

কেউ ভাবে সুস্বাস্থ্য মানে হলো সুন্দর স্বাস্থ্য অর্থ্যাৎ বিশাল একটা দেহ । বড় আকারের পেট । মোটা মোটা হাত পা…. যারা বুদ্ধিমান তারা হয়ত বলবে , সুস্বাস্থ্য থাকা মানে হলো রোগমুক্ত থাকা। কিন্তু ,WHO ( word health organization ) শুধুমাত্র রোগমুক্ত থাকাটাকেই সুস্বাস্থ্য বলেনি । তার ভাষায় : Health is a state of complete physical ,mental and social well-being । তাহলে বুঝতেই পারছ? সুস্বাস্থ্য অধিকারী সেই ব্যাক্তি, যে পারিবারিক মানসিক ও সামাজিক দিক থেকে ভাল আছে।


এবার চলো নিজের শরীর ও মনটা সুস্থ্য আছে কিনা তা পরিমাণ করার টেকনিক শিখে ফেলি। আমি ধরে নিচ্ছি , তুমি আপাতত রোগমুক্ত। কিন্তু তোমার শরীরটা কি ভাল যাচ্ছে ? এ প্রশ্নের উত্তর পেতে হলে একটি পরীক্ষা করতে হবে। এ জন্য জানতে হবে  BMI (Body mass index) এবং WC ( wrist circumference ) এর মান।


প্রথমে , BMI

তোমার ওজন কেজি তে নির্ণয় করো এবং উচ্চতা মিটারে নির্ণয় করো । ( ১ ইঞ্চি = 0.0254 মিটার ) এবার উচ্চতাকে বর্গে রুপান্তর করো এবং তারপর ওজনকে ঐ মান দিয়ে ভাগ করো ।

অর্থ্যাৎ, BMI = ওজন,kg/( উচ্চতা ,m)2  নিপীত এই চার্টের সাথে তুলনা করলেই তোমার অবস্থা জানতে পারবে।


BMI ক্যাটাগরি :

Underweight = 18.5

Normal weight = 18.5-24.9

Overweight = 25-29.9

Obesity = 30


এবারে , WC

তোমাদের যাদের বয়স ১২-১৯ বছরের মধ্যে তাদের কোমরের ব্যস সাধারণত  ৩৪ ইঞ্চির কম হওয়া ভাল। তবে ৪০ ইঞ্চির বেশি হওয়াটা অবশ্যই ঝুকিপূর্ন।

বন্ধুরা, তাহলে একটি ফিতা নিয়ে এক্ষোনি , নিজের bmi এবং WC মেপে ফেল এবং পরীক্ষা করে নাও তুমি ঠিক আছো কিনা ।

এখন চলো , তোমার মনটা ভালো আছে কিনা তা পরীক্ষা করে দেখি ।


এটা খুব সহজ, কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই তুমি বুঝতে পারবে তোমার মন কেমন আছে।

১. তুমি কি কোন বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ ?

২. তুমি কি কোন কিছূতে হতাশ ?

৩. তুমি কি প্রতিদিন নিয়মিত ৭-৮ ঘুমাতে পারছ ।

৪. তোমার বাবা , মা , ভাই ,বোন, এবং বন্ধুদের সাথে কি তোমার ভালো সম্পর্ক আছে?

৫. কারো সাথে মতের অমিল হলে তুমি কি অল্পতেই রেগে যাও?

৬. তুমি কি একাকীত্ব খুব বেশি পছন্দ করো ?

৭. তুমি কি ধর্মীয় ও সামাজিক কাজগুলোতে আগ্রহ উৎসাহ নিয়ে অংশগ্রহন করো?


স্বাস্থই সুখের মূল। সুস্থ থাকতে কে না চায় । শুধু কয়েকটি বিষয় খেয়াল করে চললেই হয় । যেমন পরিমিত আহার নিয়মিত ঘুম, আর নিয়মিত পরিশ্রম (অন্তত ২০ মিনিট) তাহলেই দেখবে সুস্থ্যতা তোমার পিছু ছাড়বে না।

১০ বছর

শেয়ার করুন

কপি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগইন করুন

লগইন রেজিষ্টার