12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024”

Featured image

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো “12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024”


গত ১৫, ১৬ ও ১৭ নভেম্বর রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল 12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণামুখী শিক্ষার প্রসারে আয়োজিত এ উৎসব ছিল উদ্ভাবনী চিন্তা ও উৎসাহ-উদ্দীপনায় ভরপুর।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা উৎসবে অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির স্বাক্ষর রাখে।


প্রতিযোগিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:

বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী

পোস্টার প্রেজেন্টেশন

রোবটিক্স ডেমোনস্ট্রেশন

কুইজ ও জেনারেল সায়েন্স গেম

সায়েন্স ফিকশন গল্প লেখা

ইনোভেশন আইডিয়া পিচ

আইটি ও সফটওয়্যার সল্যুশন প্রদর্শনী


উৎসবজুড়ে ছিল বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ, যেখানে দেশের খ্যাতিমান গবেষক ও প্রযুক্তিবিদরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার।


উৎসবের মূল প্রতিপাদ্য ছিল:

“বিজ্ঞান ও প্রযুক্তিতে টেকসই ভবিষ্যতের সন্ধানে”

— যা আগামী প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার একটি বলিষ্ঠ প্রয়াস হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


এ বছরের আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর বিজ্ঞান সাময়িকী “ব্যাপন”।


কপি

ইভেন্ট তথ্য

Motijheel,Dhaka

১৬ নভেম্বর ২০২৪ , ৯:০০ AM

১৮ নভেম্বর ২০২৪ , ৯:০০ PM