রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো “12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024”
গত ১৫, ১৬ ও ১৭ নভেম্বর রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল 12th Ideal Science and Technology Aiming Research Council Science Festival 2024। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণামুখী শিক্ষার প্রসারে আয়োজিত এ উৎসব ছিল উদ্ভাবনী চিন্তা ও উৎসাহ-উদ্দীপনায় ভরপুর।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা উৎসবে অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির স্বাক্ষর রাখে।
প্রতিযোগিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী
পোস্টার প্রেজেন্টেশন
রোবটিক্স ডেমোনস্ট্রেশন
কুইজ ও জেনারেল সায়েন্স গেম
সায়েন্স ফিকশন গল্প লেখা
ইনোভেশন আইডিয়া পিচ
আইটি ও সফটওয়্যার সল্যুশন প্রদর্শনী
উৎসবজুড়ে ছিল বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ, যেখানে দেশের খ্যাতিমান গবেষক ও প্রযুক্তিবিদরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেন।
সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার।
উৎসবের মূল প্রতিপাদ্য ছিল:
“বিজ্ঞান ও প্রযুক্তিতে টেকসই ভবিষ্যতের সন্ধানে”
— যা আগামী প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার একটি বলিষ্ঠ প্রয়াস হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এ বছরের আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর বিজ্ঞান সাময়িকী “ব্যাপন”।
Motijheel,Dhaka
১৬ নভেম্বর ২০২৪ , ৯:০০ AM
১৮ নভেম্বর ২০২৪ , ৯:০০ PM