রংপুর এ ব্যাপনের আয়োজনে অনুষ্ঠিত হলো JUVENILE SCIENCE FEST 2025

Featured image

রংপুরে ব্যাপনের আয়োজনে অনুষ্ঠিত হলো Juvenile Science Fest 2025

তরুণদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে ব্যাপন-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
রংপুরে অনুষ্ঠিত হয়ে গেলো একটি ব্যতিক্রমী বিজ্ঞান উৎসব—“Juvenile Science Fest 2025”, যা আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন প্রতিষ্ঠান ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবটি দেশের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি এবং উদ্ভাবনী চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে রংপুর ও আশেপাশের জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল:
- বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী
- রোবটিক্স ও প্রযুক্তি-ভিত্তিক ওয়ার্কশপ
- বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা
- লাইভ সায়েন্স ডেমোনস্ট্রেশন
- ইন্সপায়ারেশনাল টকস এবং ইনোভেশন ফোরাম
প্রধান অতিথির বক্তব্যে ব্যাপনের নির্বাহী সদস্য ফয়সাল আল ফাহাদ বলেন: “এই প্রজন্মের মধ্যে যদি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়, তাহলে তারাই একদিন আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে।”

“Juvenile Science Fest 2025” শুধুমাত্র একটি ইভেন্ট নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে ভবিষ্যতের গবেষক ও উদ্ভাবকেরা তাদের চিন্তা ও মেধাকে উপস্থাপন করার সুযোগ পায়।”
উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে দেশব্যাপী বিজ্ঞানচর্চাকে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

কপি

ইভেন্ট তথ্য

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর

২২ ফেব্রুয়ারী ২০২৫ , ৮:০০ AM

২২ ফেব্রুয়ারী ২০২৫ , ৫:০০ AM