RZS Science Carnival 2025-এ ব্যাপন

Featured image

রহিম জহির সৈয়দ (RZS) স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে আয়োজিত "RZS Science Carnival 2025" সফলভাবে সম্পন্ন হয়েছে গত ৭ ও ৮ ফেব্রুয়ারি তারিখে, প্রতিষ্ঠান প্রাঙ্গণে। এই দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক দক্ষতা বিকাশের মাধ্যমে একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রস্তুত করা।

বিজ্ঞান কার্নিভ্যালে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, রোবটিক্স ডেমো, মডেল প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, বিজ্ঞান কুইজ ও নানা প্রতিযোগিতায় অংশ নেয়। বিশেষ আকর্ষণ ছিল, রোবটিক্স প্রদর্শনী, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন, বিজ্ঞান অলিম্পিয়াড, গেস্ট সায়েন্টিস্ট টক, স্কুল পর্যায়ের স্টার্টআপ আইডিয়া প্রেজেন্টেশন ইত্যাদি।

এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি তাদের বাস্তবভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কার্নিভ্যালে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিভাবকগণ। আয়োজনে কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করে কিশোর বিজ্ঞান সাময়িকী "ব্যাপন" ম্যাগাজিন, যা বিজ্ঞানপ্রিয় কিশোরদের মাঝে বিশেষ উৎসাহ সৃষ্টি করেছে।


কপি

ইভেন্ট তথ্য

রহিম জহির সৈয়দ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

৭ ফেব্রুয়ারী ২০২৫