ব্যাপন কর্তৃক আয়োজিত "স্বাধীনতা দিবস বাংলা বিজ্ঞান লেখা প্রতিযোগিতা ২০২২"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননাস্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাঈল। আরও উপস্থিত ছিলেন বুয়েট, মেডিকেল কলেজসহ বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
বক্তব্যে অতিথিবৃন্দ দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার অগ্রগতিতে আশাবাদ ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নিজ দেশের জন্য ভাবতে, দেশের মানুষের কল্যাণে বিজ্ঞানচর্চা করতে। তারা বলেন, "বিজ্ঞানকে যদি মানবতার কল্যাণে ব্যবহার করা যায়, তবেই সম্ভব হবে সত্যিকারের বৈজ্ঞানিক উৎকর্ষ সাধন। আর এর জন্য প্রয়োজন স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টা।" অনুষ্ঠানটি ছিল এক অনুপ্রেরণাদায়ক মিলনমেলা, যেখানে ভবিষ্যৎ বিজ্ঞানীদের চোখে দেশের উন্নয়নের স্বপ্ন ফুটে উঠেছে। ব্যাপন-এর এই উদ্যোগ আগামীদিনের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।