যশোরে জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব 2024

Featured image

যশোরে অনুষ্ঠিত হলো “জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব ২০২৪”


বিখ্যাত বাঙালি জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্রের স্মরণে যশোরে আয়োজিত হলো “জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব ২০২৪”। বিজ্ঞানমনস্কতা ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রসারে আয়োজিত এই উৎসব ছিল এক ব্যতিক্রমধর্মী, সৃজনশীল ও সফল আয়োজন।

উৎসবটি ছিল বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রমে পরিপূর্ণ, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:


-বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী

-জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা

-পোস্টার প্রেজেন্টেশন

-বিজ্ঞান কুইজ

-উদ্ভাবনী ধারণা উপস্থাপন

-সায়েন্স ফিকশন গল্প লেখা


যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণক্ষমতা এবং সৃজনশীলতা তুলে ধরেন।


উৎসবজুড়ে ছিল বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা পর্ব, যেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বিজ্ঞান শিক্ষক, গবেষক ও জনপ্রিয় বিজ্ঞান লেখকগণ। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেন, যা তরুণদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করে।

আয়োজকরা জানান, রাধা গোবিন্দ চন্দ্রের কর্ম ও বিজ্ঞানভিত্তিক জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর স্মরণে এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদী।


উৎসবের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।


উল্লেখযোগ্যভাবে, এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর বিজ্ঞান সাময়িকী “ব্যাপন”, যারা বিজ্ঞানচর্চাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কপি

ইভেন্ট তথ্য

Jassore

৩ অক্টোবর ২০২৪ , ৮:০০ AM

৩ অক্টোবর ২০২৪ , ৪:৩৩ PM