যশোরে অনুষ্ঠিত হলো “জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব ২০২৪”
বিখ্যাত বাঙালি জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্রের স্মরণে যশোরে আয়োজিত হলো “জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব ২০২৪”। বিজ্ঞানমনস্কতা ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রসারে আয়োজিত এই উৎসব ছিল এক ব্যতিক্রমধর্মী, সৃজনশীল ও সফল আয়োজন।
উৎসবটি ছিল বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রমে পরিপূর্ণ, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:
-বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী
-জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা
-পোস্টার প্রেজেন্টেশন
-বিজ্ঞান কুইজ
-উদ্ভাবনী ধারণা উপস্থাপন
-সায়েন্স ফিকশন গল্প লেখা
যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণক্ষমতা এবং সৃজনশীলতা তুলে ধরেন।
উৎসবজুড়ে ছিল বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা পর্ব, যেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বিজ্ঞান শিক্ষক, গবেষক ও জনপ্রিয় বিজ্ঞান লেখকগণ। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেন, যা তরুণদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করে।
আয়োজকরা জানান, রাধা গোবিন্দ চন্দ্রের কর্ম ও বিজ্ঞানভিত্তিক জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর স্মরণে এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদী।
উৎসবের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখযোগ্যভাবে, এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর বিজ্ঞান সাময়িকী “ব্যাপন”, যারা বিজ্ঞানচর্চাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Jassore
৩ অক্টোবর ২০২৪ , ৮:০০ AM
৩ অক্টোবর ২০২৪ , ৪:৩৩ PM