৫০৳
প্রিয় ব্যাপন বন্ধুরা,
নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 'ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী একঝাঁক রঙিন স্বপ্ন নিয়ে হাজির হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যার পাতায়। এখানে রয়েছে এমন কিছু বিষয়, যা তোমাদের মনে নতুন ভাবনার খোরাক জোগাবে আর কৌতূহলের আলো জ্বালাবে।
ভেবে দেখো তো, যদি ডাইনোসররা আজকের পৃথিবীতে ফিরে আসত, তবে কীভাবে তারা টিকে থাকতে পারত? এই বিস্ময়কর প্রশ্নের জবাব খুঁজে পাবে এই সংখ্যার প্রথম আলোচনায়। তার সঙ্গে রয়েছে রাসায়নিক বন্ধনের এক নতুন অধ্যায়-অস্বাভাবিক বন্ধনের রহস্য উন্মোচন, যা রসায়নের দিগন্তকে আরও প্রসারিত করেছে। আর হ্যাঁ, সম্প্রতি আবিষ্কৃত বৃহত্তম মৌলিক সংখ্যার গল্পটাও জানতে ভুলো না।
তোমাদের কখনো মনে হয়েছে কি, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ সমান গতিতে বুড়িয়ে যায় না কেন? এই সংখ্যায় আমরা আলোচনা করেছি কীভাবে অঙ্গের বার্ধক্য ভিন্ন ভিন্ন গতিতে ঘটে। ভবিষ্যতের এক ঝলক দেখতে চাও? তাহলে পড়ে নাও স্মার্ট আয়নার গল্প-এক অসাধারণ ডিভাইস, যা আমাদের জীবনের অংশ হতে চলেছে।
আরো আছে! পরিবেশবান্ধব সৌর রাস্তার মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন এবং সাইবার সিকিউরিটির শক্তিশালী দেয়াল তৈরির কৌশল। সায়েন্স ফিকশনের রহস্যময় পঞ্চম মাত্রায় ভ্রমণের গল্প তো আছেই।
এ ছাড়াও, রয়েছে হিরার মতো একটি অমূল্য যৌগের পরিচিতি, দারুণ মজার সুডোকু এবং তোমাদের বুদ্ধি বাড়ানোর জন্য আকর্ষণীয় কুইজ।
এই সংখ্যার প্রতিটি পাতা যেন একেকটি জানালা, যা তোমাদের ভাবনার জগৎকে করবে আরও বিস্তৃত। তাই, ব্যাপন হাতে নিয়ে বসো, পড়ো, ভাবো আর শেখার আনন্দে মেতে ওঠো। তোমাদের স্বপ্ন আর সাহসই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ, এমনকি পুরো পৃথিবী।
বিজ্ঞানের সৌরভ, তব ব্যাপিত হোক।