৪০৳
প্রিয় ব্যাপন বন্ধুরা,
বছরঘুরে আবারও এলো মার্চ মাস। এ মাসটি নানা কারণেই ঘটনাবহুল। বাঙালির সেই গৌরবদীপ্ত, বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতার ঘোষণা এসেছিল এ মাসেই। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬শে মার্চ এদেশের মানুষ বিশ্বের বুকে সর্বপ্রথম স্বাধীন অস্তিত্ত্বের ঘোষণা দিয়েছিল। ঋতুরাজ বসন্ত এ মাসে তার মহিমা ছড়িয়ে চলেছে। কবির ভাষায় যেন বলতে হয়, "পলাশের আগুন ছেয়ে আছে বনে বনে, বসন্ত যে জাগ্রত হৃদয়ের গভীর কোণে।"
বসন্তের কথা আসতেই মনে পড়ে গেল প্রজাপতিদের কথা। ফুলের সুবাসে মন মাতানো বাগানে এই অতিথির দেখা নিয়মিতই মেলে। তবে এই প্রজাপতির আগমন কীভাবে, সেটি কি আমরা জানি? বিস্ময়কর হলেও সত্য প্রজাপতি কিন্তু আরেকটি প্রাণীরই রূপান্তরিত রূপ। এ রূপান্তর প্রক্রিয়া কীভাবে ঘটে তার বিবরণ উঠে এসেছে অনুসন্ধিৎসু লেখক ফাহিম শাহরিয়ারের কলমে।
যারা প্রযুক্তি নিয়ে বেশি আগ্রহী, তাদের মন কিন্তু অনেকদিন ধরেই উসখুস করছে। কারণ প্রযুক্তি দুনিয়ায় নতুন পরাশক্তির আবির্ভাব ঘটেছে- যা চ্যালেঞ্জ করছে স্বয়ং প্রচণ্ড প্রতাপশালী সার্চ ইঞ্জিন গুগলকে। হ্যাঁ, মো. মাঈনুল ইসলাম মাহির লেখায় ChatGPT ও এর কর্মকাণ্ড সম্পর্কে তোমরা প্রাথমিক ধারণা নিতে পারবে। তবে, জানার আছে অনেক কিছুই। ChatGPT নিয়ে আরও গভীরে যেতে ব্যাপনের পরবর্তী সংখ্যাগুলোতে চোখ রাখতে ভুলো না।
সুখের অপর পিঠেই দুঃখ। এতো সব উত্তেজনাকর মুহূর্তের মধ্যেও রয়ে গেল বিষাদের ছায়া। সম্প্রতি তুরস্ক-সিরিয়ার সংঘটির প্রলয়ংকরী ভূমিকম্পে প্রাণ হারিয়েছে প্রায় পরশ হাজারেরও বেশি মানুষ। মহান প্রভুর নিকট এ দুর্যোগে নিহত সকল মানুষের রূহের মাগফেরাত কামনা করছি। কেন এই ভূ-কম্পন- সেটি নিয়ে আরও বিস্তারিত বুঝতে চাইলে পড়তে হবে 'ভূমিকম্প। কম্পনের গভীরে'।
বরকতের মাস মাহে রামাদানও শুরু হতে যাচ্ছে মার্চ মাসে। যখন এই লেখাটি পড়ছো তখন অনেকেই হয়তো বেশ কয়েকটি রোজা রেখে ফেলেছো। রহমতের ফালগুধারা বয়ে যাক প্রতিটি জীবনে। রমজানের পরেই পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সাথে ঈদে তোমাদের সময়টি অত্যন্ত ভালো কাটুক- এ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি।
'বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক'