৩০৳
প্রিয় বন্ধুরা,
শুরুতেই নতুন বছরের আরোরা রাঙা বর্ণিল শুভেচ্ছা। এবং অভিনন্দন। কেননা নতুন বছরে পদার্পণের জন্য তোমাদের বিগত বছরটি পাড়ি দিতে হয়েছে। যদি আমরা আমাদের এই যাত্রাপথের দিকে তাকাই তবে দেখতে পাবো আমাদের অনেক সহযাত্রী প্রিয়জন আর পরিচিত মুখেরাই এই যাত্রা সম্পন্ন করার সুযোগ পান নি। করোনার থাবা যেমন কেড়ে নিয়েছে অর্ধকোটি প্রাণ, তেমনি করোনা উদ্বৃত প্রতিকূল পরিস্থিতি কেড়ে নিয়েছে আরো অনেক বেশি। সম্প্রতি কেবল আত্মহত্যা আর সড়ক দূর্ঘটনার খতিয়ান দেখলেই তার কিছুটা আঁচ করা যায়। তাই এই প্রতিকূল পরিস্থিতি সাফল্যের সাথে পাড়ি দিতে পারাটাও নিঃসন্দেহে একটি বিরাট অর্জন। তাই অভিনন্দন তোমাদের প্রাপ্য।
এই নতুন বছর হয়ে উঠতে পারে অনেক নতুনের সমাহার। নতুন স্বপ্ন, নতুন উদ্যম, নতুন প্রত্যাশা আর নতুন সম্ভাবনার মেলবন্ধনে এক নতুন সময়ের সূচনা হতে পারে। তাই বিগত বছরের নিজের ভুলভ্রান্তি আর দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে পূর্ণোদ্যমে নিজেকে ঢেলে সাজাবার প্রস্তুতি নিতে হবে। নতুন বছরের সবটুকু সম্ভাবনাকে কাজে লাগাবার প্রত্যয় নিয়ে নিজেকে উজাড় করে দিতে পারলেই নতুন বছরের সব আয়োজন সার্থকতা পাবে।
পাঠক বন্ধুরা,
গত বছরের শেষের দিকে করোনার আক্রমণ কিছুটা স্তিমিত হওয়ায় আমরা আবার স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পেয়েছিলাম। প্রিয় শিক্ষাঙ্গনের দ্বারগুলো লম্বা সময় পর আবারো আমাদের জন্য উন্মুক্ত হয়েছিলো। কিন্তু সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বিশ্বজুড়ে তীব্র উৎকণ্ঠটার জন্য দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আবারো পর্যদস্ত হয়ে পড়েছে ওমিক্রনের আক্রমণে। সেখানে ফের অবরুদ্ধ হয়ে পড়ছে স্বাভাবিক জীবন যাপন। তাই আমাদের উচিত এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। নিজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা। পাশাপাশি সকলের যথাসময়ে ভ্যাক্সিনেশন নিশ্চিত করা।
বিজ্ঞানপ্রেমী বন্ধুরা,
কোভিড-পরবর্তী নতুন বাস্তবতায় পৃথিবী হয়ে উঠেছে আরো বেশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। তাই নতুন পৃথিবীর জন্য নিজেকে উপযোগী করে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেকে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের আগ্রহের ক্ষেত্রটি খুঁজে বের করা। এই সময়ের প্রযুক্তিগত সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের আগ্রহের বিষয়ে গভীর জ্ঞান দক্ষতা অর্জন করা। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সকল আয়োজনগুলোতে অংশগ্রহণ করে নিজের প্রতিভাকে সর্বোচ্চ বিকশিত করা। তোমাদের প্রতিভাগুলো সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় বিকশিত হওয়ার বছর হয়ে উঠুক এই ২০২২ সাল -এই প্রত্যাশাকে সামনে রেখে তোমাদের হাতে তুলে দিচ্ছি ব্যাপনের জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যাটি।