ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী নভেম্বর-ডিসেম্বর ২০২৩

৫০৳

Available

প্রিয় ব্যাপন বন্ধুরা,

দেখতে দেখতেই বছর ঘুরে চলে এলো শীতের বুড়ি। কুয়াশার চাদরে এখন মাঠ ঘাট ঢাকা পড়তে শুরু করেছে। বেলা বেড়ে রোদের আঁচ বাড়তেই চাদর গায়েব। বসন্তকে ঋতুরাজ বলা হলেও অনেকের কাছে শীতই প্রিয় ঋতু। নানা পদের শীতকালীন পিঠাপুলির আমেজে ডুবে থাকতে কার না ভাল লাগে। ঐতিহ্যবাহী ভাপা পিঠার গরম ভাপ তো আছেই।

যাই হোক, এরই মধ্যে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে তোমাদের হাতে চলে এলো ব্যাপন নভেম্বর ডিসেম্বর সংখ্যা যার মাধ্যমে ব্যাপনের নবম বর্ষপূর্তি হলো। প্রথমেই আসি বিজ্ঞানের জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা নোবেল পুরস্কার নিয়ে। প্রতি বছরের ন্যায় এবারও পদার্থ, রসায়ন ও মেডিসিন বা শারীরতত্ত্বে নোবেল দেওয়া হয়েছে। তাদের নোবেল পাবার কারণ ও তাদের পরিচয় সংক্ষেপে তুলে ধরা হয়েছে 'তেইশে বিজ্ঞানে নোবেল' শিরোনামে। প্রকৃতির একটি বেশ পরিশ্রমী ও পরোপকারী প্রাণী হলো মৌমাছি। তাদের জীবন ও যাপন 'মৌবনের মৌমাছি' লেখায় চমৎকারভাবে চিত্রিত হয়েছে।

কখনো কি ভেবেছো বিজ্ঞান কিভাবে কাজ করে? বিজ্ঞান কি আকাশ থেকে পড়া কোন মর্মবাণী? বিজ্ঞানের সীমাবদ্ধতা কি? তোমার মনে এই ধরনের নানা প্রশ্ন ভাবনা উদ্রেক ঘটাতে উৎসাহিত করবে বিয়ন্ড দ্য মাইক্রোস্কোপ লেখাটি। একটি বাড়ি বা প্রতিষ্ঠানের নিরাপত্তায় যেমন নানা স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, তেমনি একটি দেহে থাকে কয়েক স্তরের প্রতিরক্ষা। বাইরের ত্বক থেকে শুরু করে ভেতরের নানা ধরনের শ্বেত কণিকা, এবং ভ্যাকসিন কিভাবে কাজ করে এসব নিয়েও জানতে পারবে।

এছাড়াও জানতে পারবে কম্পিউটার মেমোরি কিভাবে কাজ করে, আইপি ঠিকানা বা আইপি এড্রেস কিভাবে ফাংশন করে সে ব্যাপারেও। আনন্দের ব্যাপার হলো আমাদের দেশের এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন পঞ্চব্রীহি নামে এক যুগান্তকারী ধানের জাত। এই ব্যাপারেও জানতে পারবে এবারে। আবার আন্তর্জাতিক মহলের প্রযুক্তি ব্যক্তিত্ব ইলন মাস্কের নব উদ্যোগ starlink নিয়েও জানতে পারবে আকাশ থেকে ইন্টারনেট সেবা লেখায়। জীবপ্রযুক্তি এতটা অগ্রগামী হয়েছে যে, এখন ল্যাবে মাংসও উৎপাদন করা যায়। এক সময়ের অসম্ভব চিন্তা এখন কিভাবে করা সম্ভব হচ্ছে, এবারের সংখ্যায় তা নিয়েও জানতে পারবে।

এছাড়াও সমুদ্রসুন্দরী জেলিফিশ ছাড়াও আরো আকর্ষণীয় লেখা নিয়ে সাজানো হয়েছে ৯ম বর্ষপূর্তি সংখ্যা। আশা করি এটি তোমাদের জানার আগ্রহকে আরো বাড়িয়ে তুলবে। ওহ হ্যা, ঝটপট কুইজের উত্তর পাঠিয়ে দিতে ভুলো না যেন। আকর্ষণীয় পুরস্কার থাকবে অবশ্যই। সবার জন্য শুভকামনা।

'বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক'

আরও দেখুন