৪০৳
প্রিয় ব্যাপন বন্ধুরা, দেখতে দেখতেই বছরের আটটি মাস কেটে গেলো। আর কিছুদিনের মধ্যে শীতের আগমনও ঘটে যাবে দেশে। বরাবরের মতই আকর্ষণীয় অনেকগুলো বিষয়ে লেখা নিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যা। অষ্টপদের বিখ্যাত প্রাণী মাকড়সা দেখে অনেকে ভয় পাও কিংবা কৌতূহলী হও অনেকেই। সেই মাকড়সা নিয়ে রয়েছে এবারের প্রচ্ছদ লেখা। প্রকৃতি সমন্বিতভাবে কাজ করে। এর এক সদস্যের পরিবর্তনের প্রভাব আরেক সদস্যের উপর পড়ে। ঠিক যেন একটি দেহের মত। এ নিয়ে রয়েছে বেশ আকর্ষণীয় লেখা 'মরুঝড়ে বাঁচে বন'। সেখানে দেখতে পাবে কিভাবে এক গোটা বনাঞ্চল ও তার বাস্তুতন্ত্র দূরবর্তী এক মরুভূমির উপর নির্ভরশীল হয়ে যায়।
তোমরা নিশ্চয় জানো যে সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর একটি মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে রেকর্ড করেছে। 'ইসরোর চন্দ্রজয়' শিরোনামে বর্ণিত হয়েছে ২. নিয়েও। ভিনগ্রহে প্রাণীর অস্তিত্ব নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। শ্রেফ কল্পনা আর অনুসন্ধানে মানুষ থেমে থাকেনি। ভিনগ্রহী প্রাণী কিংবা এলিয়েনকে উদ্দেশ্য করে পাঠিয়ে দিয়েছে চিঠি। ভয়েজার মহাকাশযানে করে বয়ে বেড়ানো সেই 'ভয়েজার গোল্ডেন রেকর্ড' মানুষের অদম্য কৌতূহল আর অন্তহীন আকাঙ্খার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জানতে পারবে সেই গোল্ডেন রেকর্ডে কি কি আছে। মানব কোষ যখন রূপ নেয় এক মানব ভাইরাস কোষে, তখন তা একই সাথে রহস্যময় এবং চমকপ্রদও বটে। হেনরিয়েটা নামক এক নারীর কোষ মিউটেটেড হয়ে জন্ম হওয়া সেই ভাইরাস কোষ তার মৃত্যুর পরও আজও তাকে বাঁচিয়ে রেখেছে গবেষণাগারে। এমন চমকপ্রদ কাহিনী নিয়ে জানতে পারবে এবারের সংখ্যায়।
সভ্যতার চাকা এতদূর গড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যন্ত্র। সামান্য দাতের খিলান থেকে শুরু করে বড়ো বড় অট্টালিকা বানানো ও ভাঙ্গার মেশিন কিংবা নানা ধরনের যানবাহন সবই একেক ধরনের যন্ত্রের উদাহরণ। তবে সকল যন্ত্রকেই বিশ্লেষণ করলে পাবে সরল কিছু যন্ত্র। এমনকি আমাদের কঙ্কালতন্ত্রের কার্যক্রমও এই সরল যন্ত্রের মূলনীতিতে সঞ্চালিত হয়। সরল যন্ত্র নিয়ে জানতে পারবে এবারের সংখ্যায়। এছাড়াও আরো অনেক আকর্ষণীয় লেখা ও ফিচার দিয়ে সাজানো হয়েছে তোমাদের প্রিয় ব্যাপন সেপ্টেম্বর অক্টোবর ২০২৩ সংখ্যা। কুইজের উত্তর করে পাঠিয়ে দিতে ভুল না হয় যেন।
ওহ আরেকটা কথা, সামনের সংখ্যাটা আসছে বর্ষপূর্তি সংখ্যা। যদি নিজের বিজ্ঞান বিষয়ক লেখা ব্যাপনের পাতায় দেখতে চাইলে দেরি না করে লেগে যাও পড়া ও লেখার কাজে।