৬০৳
প্রিয় ব্যাপন বন্ধুরা,
দেখতে দেখতেই বছর ঘুরে চলে এলো শীত ঋতু। সাত সকালে ধোঁয়া উঠা গরম গরম শীতের পিঠাপুলি খেতে কার না ভাল লাগে? গ্রাম গঞ্জে শীতের বুড়ি যেভাবে কুয়াশার চাঁদরে মাঠ ঘাট ঢেকে রাখে, শহরের বাসিন্দারা এই স্বর্গীয় স্বাদ আস্বাদন করতে পারে না বটে।
যাই হোক, খুশির খবর হলো এখন তোমার হাতে আছে ব্যাপন দশম বর্ষপূর্তি সংখ্যা। সবাইকে শীতল শুভেচ্ছা।
এবারের সংখ্যা নোবেল পুরস্কারকে কেন্দ্র করেই ছাপানো হয়েছে। এবারের নোবেলের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এআই। এর দৌরাত্ম এতই বেড়েছে যে, গবেষণাক্ষেত্রেও এআইকে উপেক্ষা করতে পারেননি নোবেল কমিটি। পদার্থ, রসায়ন এবং মেডিসিনে এবারের নোবেল পুরস্কারের বিষয়ে জানতে পারবে পৃথক পৃথক লেখায়।
এছাড়াও আছে জলবায়ু বিষয়ে বাংলাদেশের অবস্থা নিয়ে সাজ্জাদুর রহমানের লেখা। সূর্যের দিকে আমরা তাকাতে পারি না। কিন্তু তাকাতে পারলে এর রঙ কেমন হবে? এ ব্যাপারে আমাদের জানাচ্ছেন আবদুল্যাহ আদিল মাহমুদ।
বরাবরের মত মেডিসিনের মৌলিক বিষয়াদি নিয়ে ধারাবাহিক সিরিজ হিসেবে আছে মেডিসিন নিয়ে জানতে হবে। স্বাধীন কম্পিউটিং এর জগৎ লিনাক্সের সাথে পরিচিত আছো কয়জন? অ্যাপল, মাইক্রোসফটের দানবীয় পর্যায়ের বাজার নিয়ন্ত্রণকালে মুক্ত অপারেটিং ব্যবস্থা আমাদের জন্য একটা আশীর্বাদ। এ ব্যাপারে আমরা পড়ব লিনাক্স: মুক্ত অপারেটিং সিস্টেমের এক জগৎ। প্রযুক্তির অগ্রগতির অংশ হিসেবে কাপড়েও যে এর ছোঁয়া লাগতে যাচ্ছে ভালোভাবেই, এর ব্যাপারে আমরা স্মার্ট কাপড় বিষয়ক লেখা থেকে জানতে পারব। এছাড়াও আরো ছোট-বড় অনেক বিভাগ নিয়ে সাজানো হয়েছে নভেম্বর ডিসেম্বর বর্ষপূর্তি সংখ্যা '২৪।
ওহ হ্যা, কুইজ আর সুডোকুর উত্তর লিখে আমাদের মেইলে পাঠিয়ে দিতে ভুল করো না।
বিজ্ঞানের সৌরভ, তৰ ব্যাপিত হোক।