ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪

৪০৳

Available

প্রিয় ব্যাপন বন্ধুরা,

শুরুতেই জানাই এক নতুন বাংলাদেশের অভিনন্দন। বিগত জুলাই আগষ্ট জুড়ে প্রবল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনে তোমাদের অনেকেই শরীক ছিলে। তোমাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। যারা আন্দোলনে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই অবদান আমরা ভুলতে পারব না।

রাজপথের উত্তাপের পাশাপাশি আছে পরিবেশেরও উত্তাপ। এই গরমে দেরিতে হলেও আসল ব্যাপন সেপ্টেম্বর অক্টোবর সংখ্যা। আমাদের সমাজে অনেকের পরিবারেই রয়েছে বিশেষ মানসিক চাহিদাসম্পন্ন শিশু। এই ব্যাপারটাকে বলা হয় অটিজম। আমরা জানবো অটিজমের কারণ ও তার প্রতিকার কি এইসব নিয়ে।

ঔষধ না খেয়েই সুস্থবোধ করার একটা চমৎকার পদ্ধতি আছে। এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের মস্তিষ্ককে ধোঁকা দেয় এই ব্যাপারে আমরা জানতে পারব এই সংখ্যায়। আরো আছে আমাদের ঘুমের অভ্যাস নিয়ে লেখা। রাত জেগে রাতের পেঁচা হওয়া ভাল নাকি সকাল সকাল উঠে ভোরের পাখি হওয়া ভাল- এই নিয়ে লেখা হয়েছে এবার।

দিন যত যাচ্ছে দুনিয়া বিদ্যুৎ নির্ভর হয়ে উঠছে। আর শক্তি সঞ্চয় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এমনই একটি সম্ভাবনাময় সঞ্চয় প্রযুক্তি হচ্ছে সুপারক্যাপাসিটর। এটি নিয়ে জানতে পারব ফাস্টচার্জিং সুপারক্যাপাসিটর শিরোনামের লেখায়।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাড়ছে এআই চালিত নানামুখী রোবটের ব্যবহার। সামনে এই পরিধি বাড়বে সন্দেহ নেই। এই নিয়েও লেখা আছে এবারের সংখ্যায়। এছাড়াও আরো অনেক ছোট-বড় বিভাগ নিয়ে সাজানো হয়েছে ব্যাপন সেপ্টেম্বর অক্টোবর সংখ্যা।

তোমার ব্যাপন পাঠ আরো আনন্দদায়ক হয়ে উঠুক। আমাদের সাথেই থাকো।

বিজ্ঞানের সৌরভ, তব ব্যাপিত হোক।

আরও দেখুন