ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকী জানুয়ারি-ফেব্রুয়ারী ২০২৪

৪০৳

Available

প্রিয় ব্যাপন বন্ধুরা,

শীত শেষে আসে ঋতুরাজ বসন্ত। হিমালয়ের দেশ পাড়ি দিয়ে আসা শৈত্য প্রবাহ আমাদের শীত ঋতু ভালই জমিয়ে দেয় প্রতিবছর। তোমরাও নিশ্চয় হাড়কাঁপানো শীতে জমে গিয়ে ব্যাপারটা লক্ষ্য করেছো। দেশের উত্তরাঞ্চলসহ কিছু জেলায় প্রতিবছরই শীতের সময় তাপমাত্রা এককের ঘরে নেমে যায়। সুবিধাবঞ্চিত মানুষের দূর্ভোগের সীমা থাকে না। সবসময়ই তাদের জন্য আমাদের উচিত সাধ্যমতো সহযোগিতার হাত বাড়ানো।

এবার আসি মূল কথায়। হাতে নিয়েই বুঝতে পারছো ব্যাপন জানুয়ারি ফেব্রুয়ারি সংখ্যা অনেক বৈচিত্র্যময় বিভাগ নিয়ে হাজির হয়েছে। সামনের সংখ্যা থেকে এই বৈচিত্র্য আরো বাড়বে ইনশা আল্লাহ। তোমরাও নিজেদের প্রশ্ন, মতামত, লেখা, সৃষ্টিকর্ম ইত্যাদি পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়। ছাপার উপযোগী হলে তা ব্যাপনেও ছাপানো হবে। আর উৎসাহমূলক পুরষ্কার তো আছেই।

এবার মাটি, পানি, ভূমি প্রভৃতি সম্পর্কিত লেখাই আছে তিনটি। তন্মোধ্যে একটি ভূ-পানির পরিচিতি, একটি আছে খনিজ সম্পদ নিয়ে এবং একটি ভূমিকম্প নিয়ে। আশা করি একটি সার্বিক ধারণা তৈরিতে এগুলো সহায়ক হবে। এছাড়া আছে সৌরজগতের কিছু গ্রহ বেষ্টনকারী বলয় সম্পর্কে লেখা গ্রহদের যত বলয়। আরো আছে পৃথিবীকন্যা চাঁদ নিয়ে লেখা চাঁদের গল্প।

গণিত বিভাগে আছে সংখ্যার বিভাজ্যতা নিয়ে লেখা। কোন একটি বছর দেখে সহজে কিভাবে বলে দিতে পারবে বছরটি লীপ ইয়ার কিনা। অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করেন নানান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতি। লাই ডিটেকশন: মিথ্যে ধরার যত কৌশল লেখায় তোমরা জানতে পারবে কিভাবে একজন অপরাধীর ভিতর থেকে কঠিন সত্যকে বের করে আনা হয়। প্রতিষ্ঠান পরিচিতি বিভাগে আছে দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের পরিচিতিমূলক বিবরণ।

ওহ হ্যাঁ, ভুলে গেলে চলবে না। ম্যাগাজিন হাতে পাওয়া মাত্রই কুইজ অংশের উত্তর লিখে ছবি তুলে পাঠিয়ে দাও ব্যাপনের মেইলে। সঠিক উত্তরদাতাদের মধ্যে তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।

সর্বোপরি, বসন্তের আগমনকে বরণ করার সাথে সাথে উপভোগ করো ব্যাপন জানুয়ারি ফেব্রুয়ারি ২০২৪ সংখ্যা।

'বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক'প্রিয় ব্যাপন বন্ধুরা,

শীত শেষে আসে ঋতুরাজ বসন্ত। হিমালয়ের দেশ পাড়ি দিয়ে আসা শৈত্য প্রবাহ আমাদের শীত ঋতু ভালই জমিয়ে দেয় প্রতিবছর। তোমরাও নিশ্চয় হাড়কাঁপানো শীতে জমে গিয়ে ব্যাপারটা লক্ষ্য করেছো। দেশের উত্তরাঞ্চলসহ কিছু জেলায় প্রতিবছরই শীতের সময় তাপমাত্রা এককের ঘরে নেমে যায়। সুবিধাবঞ্চিত মানুষের দূর্ভোগের সীমা থাকে না। সবসময়ই তাদের জন্য আমাদের উচিত সাধ্যমতো সহযোগিতার হাত বাড়ানো।

এবার আসি মূল কথায়। হাতে নিয়েই বুঝতে পারছো ব্যাপন জানুয়ারি ফেব্রুয়ারি সংখ্যা অনেক বৈচিত্র্যময় বিভাগ নিয়ে হাজির হয়েছে। সামনের সংখ্যা থেকে এই বৈচিত্র্য আরো বাড়বে ইনশা আল্লাহ। তোমরাও নিজেদের প্রশ্ন, মতামত, লেখা, সৃষ্টিকর্ম ইত্যাদি পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়। ছাপার উপযোগী হলে তা ব্যাপনেও ছাপানো হবে। আর উৎসাহমূলক পুরষ্কার তো আছেই।

এবার মাটি, পানি, ভূমি প্রভৃতি সম্পর্কিত লেখাই আছে তিনটি। তন্মোধ্যে একটি ভূ-পানির পরিচিতি, একটি আছে খনিজ সম্পদ নিয়ে এবং একটি ভূমিকম্প নিয়ে। আশা করি একটি সার্বিক ধারণা তৈরিতে এগুলো সহায়ক হবে। এছাড়া আছে সৌরজগতের কিছু গ্রহ বেষ্টনকারী বলয় সম্পর্কে লেখা গ্রহদের যত বলয়। আরো আছে পৃথিবীকন্যা চাঁদ নিয়ে লেখা চাঁদের গল্প।

গণিত বিভাগে আছে সংখ্যার বিভাজ্যতা নিয়ে লেখা। কোন একটি বছর দেখে সহজে কিভাবে বলে দিতে পারবে বছরটি লীপ ইয়ার কিনা। অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করেন নানান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতি। লাই ডিটেকশন: মিথ্যে ধরার যত কৌশল লেখায় তোমরা জানতে পারবে কিভাবে একজন অপরাধীর ভিতর থেকে কঠিন সত্যকে বের করে আনা হয়। প্রতিষ্ঠান পরিচিতি বিভাগে আছে দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের পরিচিতিমূলক বিবরণ।

ওহ হ্যাঁ, ভুলে গেলে চলবে না। ম্যাগাজিন হাতে পাওয়া মাত্রই কুইজ অংশের উত্তর লিখে ছবি তুলে পাঠিয়ে দাও ব্যাপনের মেইলে। সঠিক উত্তরদাতাদের মধ্যে তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।

সর্বোপরি, বসন্তের আগমনকে বরণ করার সাথে সাথে উপভোগ করো ব্যাপন জানুয়ারি ফেব্রুয়ারি ২০২৪ সংখ্যা।

'বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক'

আরও দেখুন