| সোলায়মান খান |

যুক্তিভিত্তিক

১। নাহিদ ও তার বড় ভাই জাহিদের বয়সের পার্থক্য দুই বছর। নাহিদের জন্মের পাঁচ বছর আগে তার বাবা-মায়ের বিয়ে হয়। বর্তমানে জাহিদ, তার বাবা ও তার মায়ের বয়সের অনুপাত ১:১২:৯। ২০২০ সালে নাহিদের বাবার বয়স ৪১ বছর হলে জাহিদের বাবা-মায়ের বিয়ের সাল কোনটি?

ক) ২০০৭  খ) ২০০৮ গ) ২০০৯  ঘ) ২০১২

২। শুভ্রদের বাসা থেকে এক প্যাকেট চকলেট গায়েব হয়ে গেল। শুভ্রর মা তাদের চার ভাইবোনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করল। তাদের মধ্যে মাত্র একজন সত্য কথা বলল।

শুভ্র : আমি চকলেট নেই নাই

কনক : শুভ্র মিথ্যা বলছে

মালিহা : কনক মিথ্যা বলছে

সাদিয়া : কনক চকলেট নিয়েছে

এদের মধ্যে কে চকলেট নিয়েছে?

ক) শুভ্র খ) কনক গ) মালিহা ঘ) সাদিয়া

৩। যদি ১=৩, ২=৩, ৩=৫, ৪=৪, ৫=৪, ৬=৩, ৭=৫, ৮=৫, ৯=৪, ১০=৩, তাহলে ১১=?, ১২=?

ক) ৬, ৫  খ) ৬, ৬  গ) ৫, ৫  ঘ) ৫, ৬

গাণিতিক ও ভিজ্যুয়াল

১। নিচের ঘনকের ছায়াবৃত তলের ক্ষেত্রফল ৯ বর্গ মিটার। AC = ৪.৬৯ মিটার হলে, AB=?

    ক) ৪.৩৬ মিটার

    খ) ৪.৬৯ মিটার

    গ) ৪.৬৩ মিটার

    ঘ) ৪.৯৬ মিটার

Untitled-1

২। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত হবে ?

         ক) ৪৪

         খ) ৪৬

         গ) ১৩০

         ঘ) ৪৯

Untitled-12

৩। নিচের চিত্রে AC=CB=CD এবং কোণ <DEF=29 °। DCEF একটি সামান্তরিক হলে <ABC = ?

     ক) ৫৮°

     খ) ৪৫°

     গ) ৫৬°

     ঘ) ৬১°

Untitled-3

গত সংখ্যার কুইজের সঠিক উত্তর

     যুক্তিভিত্তিকঃ ১। গ    ২। ঘ     ৩। গ

     গাণিতিক ও ভিজ্যুয়ালঃ ১। গ    ২। গ     ৩। গ

আমাদের হাতে এসে পৌঁছানো গত সংখ্যার অসংখ্য সঠিক উত্তরের মাঝে লটারীর মাধ্যমে নির্বাচিত হয়েছে এইচ. এম. মারুফ আহমেদ, সোনাডাঙ্গা, খুলনা; সোহাগ হাসান শুভ, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, ঢাকা; গৌতম পাল, নটর ডেম কলেজ, ঢাকা। অভিনন্দন তোমাদের! অতি শিগগিরই তোমাদের কাছে পৌঁছে যাবে ব্যাপন পরিবারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।

অনেকেই ৫টি এবং ৪টি কুইজের সঠিক উত্তর দিয়েছো। এবারে কুইজে আরো ভালো করার চেষ্টা করবে, কেমন?

বন্ধুরা, এ সংখ্যার কুইজের উত্তর আগামী ৫ সেপ্টেম্বর, ২০১৫ এর মধ্যে পাঠিয়ে দাও ব্যাপন ম্যাগাজিনের ঠিকানায় অথবা [email protected] এই মেইলে।  সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনের একজন নির্বাচিত হয়ে তুমিও পেতে পারো আকর্ষনীয় পুরস্কার!